দিনাজপুরে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উদযাপন
=============================
স্টাফ রিপোর্টার: “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়” এই স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর-এর ৫০ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬ অক্টোবর’২০২৪ শনিবার দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ সকল অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর এর প্রধান পরিচালক সাইফুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দিনাজপুরের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। ফুলকুঁড়ি আসর দিনাজপুরের সহকারি পরিচালক আবু তাহেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দিনাজপুর শাখার পরিচালক মোঃ কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, কিশোর থিয়েটার পরিচালক মোজাম্মেল হক, ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক সাদাকাত আলী খান, সাংস্কৃতিক উপদেষ্টা আমিনুর রহমান, সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ রফিকুল বারী, আব্দুল্লাহ আল হোসাইন, আসাদুল্লাহ আল-গালিব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তোমরা শিশু, তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এই বয়সে ভালো হওয়ার জন্য যে সকল দিক রয়েছে। সেই দিকগুলো যদি তোমরা নিজেদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেছে নিতে পারো, তবেই জীবনে শেষ প্রান্তে একজন সুনাগরিক ও আদর্শবান মানুষ হিসেবে পৃথিবীতে নিজেকে পরিচিত করতে পারবে। তবেই তোমাদের পিতা-মাতা ও অভিভাবক গর্বিত হবে। সেই সাথে দেশ, জাতি, সমাজ সবাই তোমাদের নিয়ে গর্ব করে আলোচনার প্রথম স্থানে উপস্থাপন করবে। আমরা চাই তোমরা যে শিশুরা এখানে রয়েছো আলোচনার প্রথম স্থানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলবে, আমরা ছোট বেলায় ফুলকুঁড়ি আসর-এর আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবন গড়েছি।